অপেক্ষা

অপেক্ষার অনেক গুণ রক্তাক্ত হৃদয়ে তাজা খুন
টগবগ উচ্ছাসে ছুটে বেড়ায় চৈতন্যলোকে
অঘটন কখন ঘটে জানেনা কিছুই তার
দাড় টানা ক্লান্তির কথা বলার সময় নেই হাতে
জীবনের জাহাজ খানা চড়ায় ঠেকার আগে ভাগে
সবকিছু গুলিয়ে ফেলে সম্বিৎ পায় না মোটে
দিশেহারা বিদিশা চোখে শঙ্কার বারুদ জ্বলে
বাতিঘর অদৃশ্য লাগে চেনার উপায় মার খায়
বড় বেশী বিলম্ব হবার চেয়ে এখনি নোঙ্গর তুলে নিতে
বলছিনা বিকল্প ভাবনা খুঁজে লাভের অংক শূন্য
এমনটা যদি হয় তবে তাই হোক না ক্ষতি কি তাতে
অভাবের দুর্ভেদ্য প্রাচীর জুড়ে হাহাকার শুনি রাত্রিদিন
সুবচন হাটখোলা বৃষ্টি জলে নৃত্য করে দেখে মঞ্চ খালি
অনির্বাণ স্বাগত সূর্যের রশ্মি প্রতাপ ছড়ায় এসে
চারুকারু নিসর্গ বিচিত্ররূপে অবাক বিস্ময়হত
রংচটা অলীক জাহাজ একা একাকি ডোবার ঘোর লাগে।