স্বপ্ন একটাই বাঁচার
পৃথিবীকে বাঁচাবার
দুঃখ একটাই গোপন আছে
গোপনই থাক
বাঁচার লড়াই জন্ম থেকে মৃত্যু
ঘরের ভেতরে ঘর ভাঙ্গে
বাইরের লড়াই আরও দুর্দান্ত
সেখানে ভাংচুর ফেলে
কেবলি কাল নিঃশ্বাস
আর তা প্রায়ই চোখ মুখ
ছুঁই ছুঁই করে
দূর থেকে হতাশা তেড়ে আসে কাছে
তারই ভিড় তীর ভেঙ্গে বাঁচার
বাঁচাবার যুদ্ধ শুরু হয় বার বার
এই যুদ্ধ হতে কেউ কখনো ফিরে
আসে না
পরাজয় কি তাও জানে না
জানা যায় না।