ভীষণ তৈরী সব ঠিকঠাক সেই কবে থেকে
তুমি যে কোন সাড়া না দিয়ে আবার ফিরে গ্যাছো
নতজানু অতীতে দূর আকাশের চেয়েও দূরে
যুঁই হেনা হাসির এলোমেলো ঢেউ নাচিয়ে ঠোঁটে
আজও তৈরী আমি ঠিক আগের মতো কিনা
জানি না সব, অদেখা পরিচয় শুধু জানি
ইদানিং তাই কিছুই বুঝি না আমি বড় অসহায়
একলা রাতের হাতে মার খেয়ে খেয়ে তবু বেঁচে আছি
চকিতে রাতুল চরণপাত না হলে -নেই আর
চাইনে জানতে চাইনে বুঝতে এই আমি কার।