কবিতা বহন করে ঈশ্বরের আত্মা
.
যারা আমার কবিতা পাঠ করছে,
আলোক-স্তম্ভের নিচে -সত্যের চারুপাঠ
একদিন তারা উচ্চারণ করবে নিশ্চিত!
.
এবং পাঠ
করতে
করতে -মুখে ফেনা তুলে
যারা ঘাসের মতো নেতিয়ে পড়ছে,
দেবরাজ ইন্দ্র বলে দিয়েছে -
স্বর্গের অগ্নি-সেতু পার হয়ে
নীল-নয়নার উষ্ণ-অভ্যর্থনা তাদের ঘরে নিশ্চিত!
.
নিশ্চয়ই আমার কবিতা ফেলনা নয়,
শুধু পাঠ কর একবার -
এবং বলবেই তোমারা আমি ঠিক বাল্মীকি,
আর কবিতাতে খুঁজে পাবে
সতেজ রামায়ণনিক ফ্লেভার!
.
বিশ্ব সন্ত্রাস দমনে আমার কবিতা
টাইফুন স্বরুপ,
আঠারো ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একদল অধ্যাপক
ব্রিফিং করেছে -
মধ্যপ্রাচ্চে শান্তির বীজ, আমার কবিতায়
প্রোথিত।
.
ধর্মীয় অসহিষ্ণুতা রোধে-
আমার কবিতা সব ধর্ম, সব মতের সারবত্তা।
.
তোমরা বলছো -
'আক্টোপাসের মতো ছেকে ধরছে পুঁজিবাদ
তিরতির করে বেড়ে উঠছে স্বৈরতন্ত্রের
বিষবৃক্ষ...'
আমি বলছি -
বুকে বারুদ, চোখে আগুন নিয়ে প্রস্তুত আমার
কবিতা।
.
কাজেই হয় মৃত্যু, নয় কবিতার কাছে আত্মসমর্পণ,
আমিই কবিতার স্বঘোষিত ইশ্বর !
==
.
বদলে যাওয়া রুটিন
.
কব্জি ডুবিয়ে কাঁসার প্লেটে দুধভাত খাওয়ার
দিন শেষ। কড়ি ও ম্যালামাইন প্লেট আজন্ম
সোকেসেই রয়ে গেল মমী।
.
সময় টা এখন বাঁধা 'স্টিলে, সময়ের মানুষ গুলোও
পেতেছে বুক স্টিলে। তবে স্টিলের প্লেটকে
প্লেট না
বলে মৃদঙ্গ বা ঢোল বলা শ্রেয়। হালের মানুষ
গুলো
ও তাই -'খাজনার চেয়ে বাজনাই বেশি'।
.
খুব করে আমার মনে হয়। ঢুলির মতো
পাছা দুলিয়ে কেউ একজন পোড়া ছাইকাঠি
দিয়ে 'স্টিলের প্লেট গুলো বাজাক।
.
আর আমি লরি যাওয়া রাস্তায়, এক হাঁটু ধুলোয়
সটপাট হয়ে বসে যাই। তারপর কলা পাতা
বিছিয়ে ভাতের সাথে ডাল মাখি আর খাই!
.
স্টিলের মানুষ গুলো আজকাল কত্তকিছু খায়।
মুখে আলটাইম পুঁতে রাখে আফিম-বীজ।
চোলাই মদ পেপসির বোতলে ভরে; আর খায়।
.
সিগরেটের মধ্যে জোনাক পোকা ধরে,
ফুসফুসে বাতাস ঢোকায়। গরুর খামারের
মতো বেশ্যা পোষে। ইনভেস্ট বাড়ায়। চক্রবৃদ্ধি
হারে বাড়ায় মুনাফা।অতঃপর বসে বসে খায়!
.
একালে শুধু এক আমি ছাড়া, জানি কেউ আর
খায়না ধুলোর মধ্যে কলাপাতায় ডাল মাখা
ভাত!
===
.
লোনলিনেস্
.
বন্ধু এখন 'মেরিকায়
আমি তমাল তলী
'মেরিকা এখন আর
আকাশ পাতাল নয়
প্রতি সেকেন্ডে
টাওয়ার বসাতে পারি!
.
বন্ধু এখন
লস এঞ্জেলসের
রাস্তায় -
নখের ডগায়
জোড়া কুকুর
এবং থ ত ম ত...
.
খড়ম পায়ে
ইউটিউবের
বারান্দায়
যাচ্ছি আর
আসছি...
.
বন্ধু যখন
দেশে এলো
আমি তখন ভিন্
গ্রহে..
সবজি চাষে
বিজি আছি
মেষের পেছনে
ছুটে ছুটে
পাথরে দম
ফেলছি..
.
টাওয়ার নেই
বন্ধুও নেই
বেশ
দূরে
দূরেই
আছি!
==
সেন্স।। শামস্ রুবেল
.
চার পথের মিলনস্থলে দাঁড়িয়ে
অনুভব করি,
পা
পা
আরো দুটো পা।
.
ফ্লানেল কাপড় দেহে অনুভব করি,
হৃদয়
হৃদয়
একটি পশমি হৃদয়।
.
বহুল পঠিত একজন আছে -
তাঁর নাম- 'বিদিশা'
পরম ভক্ত, বিনম্র সেবক,
আলুথালু চুল, বগলে পশম, একদম বরদাস্ত করে না,
সে কাছে এলে অনুভব করি,
কৃষ্ণ
কৃষ্ণ
আমি, নির্ঘাত কৃষ্ণ!
.
অনেক দিন পর হঠাৎ -
'টেশনে গেলে অনুভব করি,
ট্রেন থেকে হোস্টেলের দিকে ছুঁড়ে দিই একটা
তীর...
প্লেন তরুর মতো বিমুখ মেয়েটি
তীর বিদ্ধ পাখিটিকে দেখুক, দৌড়ে এসে বলুক -
ইরৌস
ইরৌস
নয়ন মণি ইরৌস!
==
.
নিখুঁত সমীকরণ
.
এখন আমি গিটারে তুলে দেই তাজা শব্দ;
তারপর সানন্দে বাজাই।
.
ন্যানো সেকেন্ডে দশবার এডিট করি হৃদয়,
উর্বর স্তনের বোঁটা, রেডিওর মতো ঘুরাই।
.
এখন আমি দেহের শুষ্ক মাটি সরেস করতে
নিজেকে কামলা খাটাই।
.
সূর্যপুত্র অষ্টম মনু হয়ে, আমার কি লাভ হলো
বলো?
.
ঠোঁটের ইস্টিলে মেঘ-সিঁদুর না ছুঁতেই -
স্বশব্দে ফেটে যাই।
.
অহোরাত্র এইহল বসন্ত ব্যাকরণ,
আসলে, সবটুকু পথ কখনোই মাড়াতে নাই!
===
.
চার দফা
.
একটু সরে দাঁড়াও পাতা, সূর্যটা নামুক!
.
একটু সরে দাঁড়াও মাটি, কাঁচাচোরা শেকড়ের -
দাঁতগুলো
বসুক!
.
একটু সরে দাঁড়াও তারকাটা, খানিকটা
নিঃশ্বাসের জল গড়ুক!
.
একটু সরে দাঁড়াও অস্ত্রচাষি, মাঠে-মাঠে
সোনা ফলুক!
==
.
সিজোফ্রেনিয়া ও একটি আগন্তুক
.
ভয় করোনা, ভয় থেকে হতে পারে
সিজোফ্রেনিয়া।
নড়ালেই নড়ে, তোমার যে আঙুল টির নাম
'তর্জনী'
তাকে কাজে লাগাও-কিউপিডের সমুদয়
সম্মোহন-বিদ্যা
লুট করে, হুঙ্কারে-গর্জনে বাতাসকে ফুঁসিয়ে
রেখেছে সে,
তুমি বুঝেই ওঠনি!
.
ওকে কি সুযোগ দেবে?
একবার লেলিয়ে দাও
একবার দুলিয়ে দাও
একবার ছুঁইয়ে দাও।
.
ভালোবাসতে মুঘল সেনাপতি, আলিকুলি খানের
মতো
সর্রদা বীর বাহুর বীরত্ব দেখাতে হয় না,
তলোয়ারের নিচে রক্ত গঙ্গা বইয়ে দিলেও চলে
না!
যুবরাজ সেলিম কে কি দেখনি?
.
ভয় করোনা ভয় থেকে হতে পারে
সিজোফ্রেনিয়া।
বাথরুমের আয়নায় কতদিন, নিজের চোখের দিকে
গভীর ভাবে তাকিয়ে থেকেছো,
কতদিন একা-একা মানুষ হতে চেয়েছ
অস্তিত্বের অতলান্তে তলিয়ে যেতে-যেতে
কতদিন
নিজেকে প্রশ্ন করেছো -
.
কে তুমি?
কেন তুমি?
কোথায় থাকো তুমি?
.
নিজের আমিত্বকে খাপখোলা তলোয়ারের মতো
কখনো জিহ্বাগ্রে পরখ করে দেখতে চেয়েছো,
অশরীরী আত্মার টানে হয়েছো কখনো
গৃহত্যাগী জোছনা,
তবে কেন ভয়, কিসের ভয় তোমার?
.
বটতলায় চোখ কানা করা, কত অদম্য ঝড়
বগলদাবা করেছো তুমি, মনে নেই?
ভয় করোনা ভয় থেকে হতে পারে
সিজোফ্রেনিয়া।
.
অমাদের সুখ স্বাচ্ছন্দ
আমাদের ব্যথা বেদনা
আমাদের হাসি কান্না
মেষ পালকের মতো, লালন করে চলেছে মস্তিষ্ক।
.
ভালো মন্দের পার্থক্য নির্ণয় করে মস্তিষ্ক
সুন্দর অসুন্দরের পার্থক্য নির্ণয় করে মস্তিষ্ক
আরাম ও কষ্টের পার্থক্য নির্ণয় করে মস্তিষ্ক
ঠিক তেমনি ভয় ও সাহসের পার্থক্য নির্ণয় করে
মস্তিষ্ক
.
তাই বলছি স্নায়ুর খানা খন্দে, কোষের ভাঁজে -
ভাঁজে
গজিয়ে ওঠা একেটি ভয়ের সুরঙ্গ মুখ, সিলগালা
করে দাও।
.
আগুন জ্বালাতে কি লাগে? কয় হাজার মণ আগুন
লাগে
নগরীর পর নগরী জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান
বানাতে?
একটি ক্ষুদ্র দেশলাই কাঠিকে সঙ্গোপনে
জিজ্ঞেস করে নিও।
.
ভেবনা আমি আগুন সভ্যতার কথা বলছি,
ভীরু কাপুরুষোচিত মনে ফোয়ারার জলের মতো
উতলানো প্রেম নিয়ে তুমিই বা আর কতদিন
ডিমওয়ালা মাছের হয়ে, শেওলা-ঠাসা পুকুর
খুঁজবে!
.
সাহস করে একবার তার চিবুকের সানুদেশে
পশমের বাকড় খুঁড়ে-খুঁড়ে, জলাতঙ্ক প্রাণীর
মতোন,
কিছু বেসামাল বাতাস লেলিয়ে দাও,
তারপর বসে যাও, দর্শকদের কাতারে!
==
.
সম্পর্ক ও দর্শন
.
আকাশের সাথে মাটির কি সম্পর্ক?
সমুদ্রের সাথে জোয়ার ভাটার?
.
আওরঙ্গজেবের সৈন্যদের মতো পিলপিল করে
চলা
একদল পিঁপড়ের পেছনে, ছা-পোষা হয়ে সারাদিন
ছুটেছি,
কার সাথে, কিসের সাথে, কোথায় ওর সম্পর্কে,
খুঁজেছি!
.
আত্মার সাথে শরীরের কি সম্পর্ক?
দাস প্রথার সেই আদীম আজ্ঞাবহ ভৃত্যদের মতো
শরীর তার মৃত্তিকা পিঞ্জরে আত্মাকে
কেন প্রতিপালন করছে?
কেন খুদ-কুড়ো খাওয়াচ্ছে?
কেন চরণ ধরে নমঃ নমঃ করছে?
শরীরের তামাসিকতা আত্মায় বা কেন
রয়ে সয়ে যাচ্ছে-নিপীড়িত বেদুঈনদের মতো?
.
কাক ভূষন্ডি ব্যাক্তির সাথে বয়সের কি সম্পর্ক?
কলির সন্ধ্যার সাথে একঘেয়ে জীবনের কি
সম্পর্ক?
একচোখা মানুষের সাথে আদর্শহীনতার কি
সম্পর্ক?
.
উড়নচন্ডি চরিত্রের সাথে বায়ুন্ডুলের কি
সম্পর্ক?
ঊনপাঁজুরে হতভাগীর সাথে দুঃখী সময়ের কি
সম্পর্ক?
.
একটি উলোঝুলো বৃক্ষের নিচে সমবেত হয়ে
তাকে দু'হাতে বেড় দিয়ে ধরে, জিজ্ঞেস
করেছি-
.
তার সাথে পাখিদের
তার সাথে পথিকের
তার সাথে শেকড়ের
তার সাথে সবুজের
তার সাথে ছাঁয়ার
তার সাথে বাতাসের
তার সাথে বনজোৎসনার
কি সম্পর্ক?
.
টেরাকোটার সাথে পোড়া মাটির কি সম্পর্ক?
ঝুল বারান্দা সাথে দুল ক্যাকটাসের কি সম্পূর্ণ?
জল রঙের সাথে পেইন্টিং-এর কি সম্পর্ক?
.
জোছনার সাথে নদীর, নদীর সাথে নারীর,
নারীর সাথে নক্ষত্রের, সিঁথির সাথে সিঁদুরের,
মেঘের সাথে বজ্রের, শব্দের সাথে বাক্যের,
ভাষার সাথে ব্যাকরণের,
ব্যাকরণের সাথে বৈয়াকরণীকের
ধর্মের সাথে মানুষের, মানুষের সাথে ঈশ্বরের,
বলো কি সম্পর্ক?
.
ফর্সা পাছায় গোলাপের মতো থকথকে ঘা এর
সাথে চুলকানির কি সম্পর্ক?
হ্যাঙ্গারের সাথে, ঝুলন্ত শার্টের কি সম্পর্ক?
.
দূর গ্রামের মেয়ের সাথে, ভীন গ্রামের ছেলের,
মহাকর্ষের সাথে অভিকর্ষের,
নিউটনের তৃতীয় সূত্রের সাথে জীবনের,
জন্মের সাথে মৃত্যুর, আলোর সাথে আন্ধকারের,
প্রেমের সাথে মোহের, মোহের সাথে কামের,
কি সম্পর্ক?
.
মাঠ পড়ে আছে মাঠে, তার শতরঞ্জি আঁকা সবুজ
মাখা
উপকন্ঠে দাড়িয়ে রৌদ্রদগ্ধ দুপুরে জানতে
চেয়েছি-
ঢেউ খেলা, আলো জ্বলা, ফসলের সাথে তার কি
সম্পর্ক?
শ্রমিক, শ্রম, হাতিয়ার, ঘামের সাথে তার কি
সম্পর্ক?
.
'সূর্য একটি বৃত্ত
চাঁদ একটি বৃত্ত
পৃথিবী একটি বৃত্ত'
.
আম আটির ,মা মাটির মতো, বিচিত্র
সম্পর্ক বাজু তে বেঁধে,
মানুষ সর্বদা শঙ্খ চিলের মতো নিজ বৃত্তে
কেন আবর্তিত?
_