যে গেছে নগ্ন পথে!
.
যে মেয়েটিকে আমি চিনতাম, তার চিবুকের
কাছে
আঁষ্টে গন্ধ ছিল, নিতম্বে ছিল ধুলি-ঝড়।
.
যে মেয়েটিকে আমি চিনতাম, তার বুকে ঠাসা
আকাশচুম্বী কুঁজ ছিল;
আঁশযুক্ত চামড়ায় মোড়া ছিলো কঙ্কাল।
.
যে মেয়েটিকে আমি চিনতাম, তার আগ্রাসী
চোখ
উড়ন্ত চাকতির মতো, ছায়াপথে বিদ্যুৎ ছড়াতো,
যার এস্ক্যালেটরের মতো, ছিল দু'টো পা।
.
যে মেয়েটিকে আমি চিনতাম, তার কোমরে
ইজি চেয়ারের বাঁক ছিলো;
রাতবিরাতে ইচ্ছে মতো ভেঁজে নেয়া যেতো।
.
যে মেয়েটিকে আমি চিনতাম, তার অন্ত্রে ক্ষয়
রোগ ছিলো,
পেচ্ছাবে ছিলো ইনফেকশন,
জোয়ার ভাটার তারতম্যে, উদোম হয়ে
কোঁকাতো!
.
যে মেয়েটিকে আমি চিনতাম, ঘাসের বিছানা
থেকে
বারবার ওয়াকআউটের অভ্যাস ছিল
কথায় ছিল ক্ষুরধার স্রোত।
.
যে মেয়েটিকে আমি চিনতাম, সে এখন দূর... মেরুর
দেশে,
তাই শকুনির মতো
কেউ খুঁটে-খুঁটে খায়না আর -
দানা
পানি
চোখের
অসুখ!
======
.
'আপাতত' শব্দতেই অনড়
.
বিস্বাদ চোখে তার চেয়ে চেয়ে দেখা,
মনসার মতো ফোঁসফোঁস...
তারপর হঠাৎ বারুদের মতো সশব্দে ফেটে যাওয়া,
.
মান্যবরাসু -একটু দাঁড়ান,
তারপর বলুন কিখাবেন?
আইসক্রিম নাকি ক্যান্ডি?
.
ঘী
চিনি
লবঙ্গ
যা চাই সঙ্গে দেব, একটু দাঁড়ান।
.
বৃক্ষের মতো খনিজ ঢেলে আপনাকে বাঁচিয়ে মরে
যাবো,
মোরগের ঝুঁটির মতো লাল ফুলের, গয়না গড়িয়ে
দেব,
প্রয়োজনে বাঁশ কঠের সিঁড়িওয়ালা প্রাসাদে -
ঘুম-পরীর গল্প শোনাব,
তবে আপাততঃ -দেবনা হাতে, প্রেমের মুচলেখা!
=====
.
সুসময়ের বিপরীত শব্দ
.
পৌঢ় চামড়ার মতো কুঁচকে গেছে নীতির মাঠ
আ-আ-চৌ-সা বিউবলে করুণ সুর!
.
এসিড জারে মরে গেছে দেহজ কোষ
আ-আ-চৌ-সা বিউবলে করুণ সুর!
.
নাচে কাক নিয়ে ময়ূরের আর্ধ চন্দ্রাকার পুচ্ছ
আ-আ-চৌ-সা বিউবলে করুণ সুর!
.
পৃথিবীর ছায়াপথে গড়ায় ঘাতকের মারবেন
আ-আ-চৌ-সা বিউবলে করুণ সুর!
.
নীতির চুঁচো ধরে টানমারে আতর মাখা শেয়াল
আ-আ-চৌ-সা বিউবলে করুণ সুর!
.
কাঁটাঝোপে ঝাঁপদেয় গণতন্ত্রের বালিহাঁস
আ-আ-চৌ-সা বিউবলে করুণ সুর!
=====
.
সোফিস্ট
_
দূরে কোথাও বাঁশি বাজে...। একদম বাঁশি নয়,
ট্রামের হর্ণ। ট্রাম ড্রাইভারেরা নিরোর মতো
পেল কোথায় এতো মায়াবী সুর? কোন নয়েজ
নেই,
নেই কোন দূষণ। প্রত্যেকটা ট্রাম ড্রাইভার -
তাইবলে হয়ে যাবে সুরশ্রষ্টা শ্যাম?
আমাদের গোছগাছ শেষ। টুথপিক, টিস্যু পেপার,
আর গোভারার বইগুলো নিতে হবে শুধু।
ম্যাজেন্টা রঙের ভোর..... । সোফিস্টদের মতো
আমরা নেমে গেলাম পথে; মানুষের দুঃখ
ঘোচাতে!
====
.
এসো পথে এসো
,
এঁটো খাবারের মতো নষ্ট করো।নষ্ট হই।
কবজ থেকে চিরকুট খুলে নিলে, যা হয়
আমিও তেমন।মানুষ কখন হয় নীলবর্ণ
কাঁচপোকা? ভালোবাসা ছাড়া দু'চোখ এখন
রক্তনীল নদী।দাও যত পারো ব্যথা দাও।
ঢালো বিষ ঢালো...
,
বৃষ্টি মাথায় যখন ছুটে যায় ট্রেন, কোন ধুলো
ওড়েনা।জীবনটা এভাবেই দেখি এখন।বহুদিন,
সুঁচের মতো তীক্ষ্ণ যন্ত্রণা সয়ে সয়ে, শুষ্ক হৃদয়ে
একবার নেমে গেলে পথে, কোন দুঃখ থাকে না!
_