"I see death hover over the generous taking the
hoarded treasure's of their most unrelenting"
তোমার মুখের উপর জানালা লাগিয়ে আমি দরজা দিতে
ভুলে গেছি—মৃত্যু! পায়ের কাছে লুটিয়ে আছে স্বর্ণ-
শিরোস্তান, ম্লান মুখ, আমিও পছন্দ করি ফলের স্বাদ;
আমার উদ্যানে কেন আমাকেই রুখে দাও তুমি!
গালিচা যেখানে শেষ, পথে পড়ে থাকে বালি
মুখে যার মাকড়সা-জাল—সে-ই তো পাড়ি দেয় মৃত্যুর গুহা
এভাবেই, আমি জানি; মানুষ একদিন অমরত্ব পাবে
যেহেতু চলতেই থাকে মৃত্যুর সাথে লড়াই!
আর আজ যে পরাস্ত হলো বেভুল মেয়ে, তার বাবা বলেছে,
'মৃত্যু লম্পট পুরুষ' অস্ত্রের মুখে যে আমার কাছে একদা
চেয়েছিল জল; তার পিছে সে ফেরারি-খুনী
মৃত্যু লম্পট পুরুষ, ভৃত্যও, তবে আবির্ভূত হয় নারী রুপে!