ভাবনা আমার , তোকেই আমি চাই ,
পণ করেছি , ধরবো তোকে তাই ;
তোরই পানে যাচ্ছি ছুটে চলে ,
তুইতো তখন গাছেরই মগডালে ।
তাই না দেখে ছেড়ে ভূমি মাটি ,
আমিও গিয়ে গাছের ডালে উঠি ;
দেখি তখন , ডালখানাকে ছেড়ে ,
চড়ছিস্ তুই সবুজ পাতার ’পরে ।
পাতায় পাতায় ঘুরতে দেখে তোকে ,
ডালটা ছেড়ে সামনে দিকে ঝুঁকে ;
যেইনা আমি দাঁড়াই পাতায় এসে ,
কখন যে তুই হাওয়ায় ভেসে ভেসে !
গাছের ’পরে ছিলো পাখির বাসা ,
দেখি সেথায় হরেক পালক ঠাসা ;
বানিয়ে নিয়ে , পাখনা নিলাম জুড়ে ,
ঝাঁপটা দিলাম শূণ্যে হাওয়ার ’পরে ।
তবু নাগাল এলি না তো তুই ,
আমার কাছে ধরা দিলি কই !
আমি এখন পপাৎ ধরণীতল –
আঁধার চোখে ভূমির মাটি ছুঁই ।
এবার আমি সংজ্ঞা দেবো তোর ,
তোর তরেতে কিসেরই টান মোর –
তুইতো হলি আমার সকল চাওয়া ,
যেসব আমার হয়নি কভু পাওয়া ।
বরাত জোরে আলে-কালে যখন মিলিস্ তুই ,
তখন আমি বদলে গিয়ে অন্য কথা কই –
আমার নাকি বরাত ভালো ! তাও কখনো হয় !!
আমি যেটা চেয়েছিলাম , সেটা যে তুই নয় ।।