আমার কাছে তুমি ...
আমার কাছে তোমার প্রাসঙ্গিকতা ...
কাব্যতো বুঝি না , তাই
বলি – বাদল দিনের ছাতা ।
কখনো অন্যরকম ভাবি
পাল্টিয়ে নিজের দৃষ্টি ,
হাঁস-ফাঁস গরমের মাঝে
একপশলা অকষ্মাৎ বৃষ্টি ।
ভাবসম্প্রসারণে বরাবরই কাঁচা ,
সারমর্মে ঘর্মে স্নাত হই ;
আঙুর ফল সততই মিষ্টি ,
তুমি আমার আঙুর গাছে মই ।
ভরা শহর , স্কাইস্ক্রাপারের ভীড় ,
নেইকো উপায় , বাস সেখানে তাই ;
তোমায় দেখে শ্যামবাজারের মোড়ে ,
ভূবনজোড়া সবুজ খুঁজে পাই ।
দেখছো , তুমি আমার কাছে কি !
একটু আগেও কাব্য বহুদূর ;
যেই না আমি ভাবছি তোমার কথা ,
আমার হৃদয় ছন্দতে ভরপুর ......