এপার – ওপার , মাঝেতে অন্তহীন
ওরা এলো তবু ,পণ ভুলে একদিন
ছিলো যতো , সব সকল বিভেদ ভুলে
এপার দিলো যে হৃদয়ের দ্বার খুলে
তৃপ্ত মনের আসন পাতিয়া তায়
করে আবাহন অনাবিল সুখ পায়
দৃপ্ত জ্ঞানের গরিমারা তবু ঠায়
বলে চলে , হেথা বেঁচে থাকা বড় দায়
ওপারের হাতে , যদি তুলে দিতে হও রাজি
এপারে ওপার গড়িয়া তুলিবো আজি
তা না হলে জেনো সকলই অর্থহীন
ভবিষ্যতের সকল আশাই ক্ষীণ
তবুও হেথায় হৃদয় দামামা বাজে
সবুজ এখনো জড়িয়ে বুকের খাঁজে
ওপার জানেনা , আজো এপারের তরে
বেঁচে আছে ওরা ওপারে সুখের ঘরে
জানেনা ওপার , এপারের শেষ যবে
ওপারও তখন একই সাথে শেষ হবে
আশা রাখি তবু , ওরা সুখে বেঁচে থাক
যদিও নিয়তি দিয়ে চলে গেছে ডাক
অচিরে ওপার শেষ হয়ে যবে যাবে
ওপারে আবার এপার জন্ম নেবে ...