খুঁজতে গিয়ে আমার মনের সুখ ,
অসুখগুলোই নেড়ে চেড়ে দেখি ;
মনে মনে ভাবি আমি , বুঝি –
সুখ আমাকে দিয়ে গেছে ফাঁকি ।
সুখ তো তখন আমার পিছু পিছু ,
হাতড়ে বেড়াই আমি সুমুখ পানে ;
হন্যে হয়ে , অসুখেরই মাঝে ,
আমি খুঁজি আমার সুখের মানে ।
মনের মাঝে অসুখ পুষে রেখে ,
যায় না কভু সুখখানাকে পাওয়া ;
সুখ আসলে বন্ধ মনের ঘরে –
উড়ে আসা দমকা পাগল হাওয়া ।
অবশেষে , অনেক খোঁজার পরে ,
বুঝতে পারি আমার মনের ভুল ;
ভ্রমরটাকে রাখলে বন্দি করে ,
কেমন করে ফুটবে কুসুম ফুল !
সকল অসুখ ছুঁড়ে ফেলে দিয়ে ,
খুঁজে পেয়ে গেছি সুখের মুখ ।
সব কিছুকে আপন করার মাঝেই ,
লুকিয়ে আছে আমার মনের সুখ ।।