সত্যি ! যদি এমন হতো !!
দুঃখগুলো আপনা হতে
হারিয়ে যেতো গহন বনে ;
খুশীর জোয়ার বইতো সদা
সব মানুষের হৃদয় মনে ।
সত্যি ! যদি এমন হতো !!
থাকতো নাকো হিংসা ঘৃণা
এই পৃথিবীর কোনোখানে ;
থাকতো কেবল ভালোবাসা ,
প্রেম ও প্রীতি সবার সনে ।
সত্যি ! যদি এমন হতো !!
খিদের জ্বালায় ছোট্ট শিশু
কাঁদতো নাকো ফুটপাতেতে ;
আজব কোনো ভোজবাজিতে
জুটতো মোয়া তার হাতেতে ।
সত্যি ! যদি এমন হতো !!
ছুটতো না কেউ সকল সময়
নিজের লাভে , নিজের তরে ;
দেখতো সবাই সবাইকে যে
হৃদয় দিয়ে নিজের করে ।
সত্যি ! যদি এমন হতো !!
উপর তলার মানুষগুলো
আসতো নেমে বিবেক লাজে ;
সবার সাথে হাত মিলিয়ে
ধরা দিতো সবার মাঝে ।
সত্যি ! যদি এমন হতো !!
ধনী , গরীব , জাতের বিচার
বন্ধ হতো রাতারাতি ;
থাকতো শুধু এক পরিচয় –
আমরা হলাম মানব জাতি ।
সত্যি ! যদি এমন হতো ......................!!