সাজিয়ে তো রাখবে সেই নকল ফুল, - তাই না ?
তবে, সুদৃশ্য ফুলদানি হতে আমি চাই না ।
তার চেয়ে, আমি বরং হবো তোমার ভাঙা কুলো ।
ফেলতে পারবে তোমার দৈনন্দিন ময়লা, আবর্জনা, ছাই গুলো ।
জীবন পথে চলতে গিয়ে যদি
মনের মাঝে মলিনতা জাগে ;
জানবে, আমি তোমার পাশে আছি ,
ছাই ফেলতে ভাঙা কুলোই লাগে ।
ফেলে দেওয়ার আগে,
নিয়ে নেবো ততটুকু, যতটুকু নেওয়ার ;
বর্তমানের বুকে দাঁড়িয়ে অতীত থেকেই
নিতে হয় শিক্ষা, যা ভবিষ্যতকে দেওয়ার ।
ছাইগুলোকে ফেলে দেওয়ার আগে
উড়িয়ে দিয়ে করবো পরখ্ দেখে ,
ভুল বশতঃ ছাই-এর মাঝে যদি
রতন কোনো থেকে গিয়ে থাকে ।।