সকালে ঘুম থেকে ওঠা অবধি ন’টা বাজার অপেক্ষা।
তারপর, সময় হলে দৌড়ে এক ছুটে –
ছাদে, তোমার প্রত্যহ যাতায়াত এই রুটে ।
ঠিক এখানে এলেই ফোন ধরার আছিলায় একটু থামা ;
অজানা উচাটনে শুরু হয় আমার ঘামা ।
তারপর, একদিন আমি ছাদনাতলায় ।
প্রতিদিনের অভ্যাস গেলো হারিয়ে ,
যেমন শেষ আলো গোধুলী বেলায় ।
এখনো অপেক্ষা, তবে ওর তরে ;
সায়াহ্ন শেষে অন্য এক ঘরে ।
অবশেষে কানে আসে দরজা নাড়ার শব্দ ;
দরজা খুলে, হয়ে যাই স্তব্ধ !
দেখি , তুমি !!!