ঝড় এসেছিলো ।
আছড়ে পড়েছিলো ঘুণ ধরা সমাজের বুকে ;
শিকড় সমেত উপড়ে পড়েছিলো বিষবৃক্ষ ,
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে জরাজীর্ণ সভ্যতার লাশ ।
শেষ হাওয়াটুকু উড়িয়ে নিয়েগেছিলো তাও –
তারপর কয়েক পশলা বৃষ্টি ,
ধুয়ে মুছে সব সাফ ।
নতুন সকালে বোঝা যায়নি
পুরোনোর অস্তিত্ব আদৌ কোনোদিন ছিলো কি না !
সেই অস্তিত্বহীন মনে করা অতীতের বুকে
ক্রমে ক্রমে আজকের বর্তমান !!
আর একটা ঝড় । - বড্ড দরকার ।।