"কথা ছিলো না......"
তাকে, বলার ছিল অনেক কথা, বলার সুযোগ হারিয়ে হেলায়,
বইলো সময় অন্য খাতে, অন্য ঘরের তুলসী তলায়।
সব জীবনের একটা সময়, পাশে থাকার, ভরসা ছিলো,
কল্পনাতে প্রেমিক তাকে, অলীক সুখে বাসত ভালো।
ভুলবে তাকে, থাকবে সুখে, এমন কারো সাধ্যি কই,
আবার, তাকে করবে আপন, এমন ধারা স্পর্ধা নেই।
উড়ছে পাখি ওই আকাশে, অনধিকার চর্চা যেথা,
এই মাটিতে, ছেঁড়া পাতায়, পরাজয়ের গল্প গাথা।
হয়তো সেথা হৃদয় কোমল, বাইরে মেকি বর্ম কঠিন,
কল্পনাতে ভেঙে যাওয়া, ফিরে পাওয়া সেই এক দিন।
চাকচিক্যের ভিড় দুনিয়ায়, অসুখ সুখের একলা ঝাঁকে,
একলা যখন মনের কোনে, আবছা আলোয় খুঁজবে তাকে।
থাকার কথা ছিল না তার, সোনার খাঁচায় দিয়ে ধরা,
যে কথাটি হয়নি বলা, স্বপ্নে গোপন স্বপ্ন গড়া।