"ঘুমের দেশে"
ঘুমের দেশে, শীত সকালে, শৈল শহর দার্জিলিং,
ম্যালের ধারে, চিলতে ছাদে, চায়ের কাপে নতুন এক দিন।
সুখের টানে সিগারেট, আর, ছাড়ছে ধোঁয়া, স্টিম ইঞ্জিন,
কু ঝিক ঝিক, রেল গাড়ী টা, ফেলে আসে, স্মৃতির দিন।
ম্যালের ধারে সস্তা হোটেল, উঠলে হুজুগ কাভেন্টার্স,
ইচ্ছে হঠাৎ গ্লেনেরিস, আর, মাফিন কেক এ স্বর্গবাস।
পাহাড় কোলে মনটা উদাস, যুদ্ধ জীবন, সুখের পরান,
অতিথি প্রেমেই ভরসা যেথা, জীবন যাপন, দিন গুজরান।
শীতের রাতে একলা ম্যালে, ভিন্ন যখন অনুভূতি,
এক কাপ চায়ে তোমায় খোঁজা, স্পর্শ সুখের সেই আকুতি।
খাদের ধারে তোমায় পাওয়া, অজানা সেই মেঘ বালিকা,
একটু ঘুরেই, খাদের বাঁকে, হারিয়ে তুমি, আবার একা।
মন খারাপের ঘরে ফেরা, স্মৃতি সুখের জাল বোনা,
তোমার কাছে আবার ফেরার, অপেক্ষাতে দিন গোনা।