অপ্রাপ্তি........
উদাসী মনের বাঁকে, ভেসে যায় স্বপ্ন বোঝাই অজানা তরী,
জল রঙা ক্যানভাসে ঝাপসা, নাম না জানা সেই নিরুদ্দেশের সওয়ারী।
অভিষ্ঠ গিয়েছে দূরে, বন্ধ মনের দুয়ার,
চিঠি পৌঁছায়নি গন্তব্যে, "পোস্টম্যান" পায়নি খোঁজ, সেই ঠিকানার।
গন্তব্য ছিলো দূরে, ছিলো ঝাপসা, অশ্রুসিক্ত চোখে ভেসে,
নিষিদ্ধ নিকটে আসা, ছোবলে বিষাক্ত ভালবেসে।
উদাসী মন চেয়েছে হতে, উড়ো চিঠি বারে বারে,
অজানার খবর আসবে গোপনে, রঙিন খামে, স্বপ্ন ভরে।
প্রাপ্তি স্বীকার হয়না চিঠির, আজও চলে দিন গোনা,
প্রেম হয়েছে গাঢ়, নিজের সাথে, মাঝে স্মৃতি টুকুর আনাগোনা।
চোখের বাইরে রোশনাই, তখন, মনের ভিতরে কালো,
ফেরেনি পাখি আপন আলয়ে, হৃদয়ে জ্বলেনি আলো।।