সাংবাদিকতা মানে আসার আলো
সাংবাদিকতা বড্ড ভালো
নিজের জীবন উৎসর্গ করে
দেশের মানুষকে বাঁচাবে বলে।

পাক-পশুদের সাথে লড়াই করে
অপরিসীম যুদ্ধ করে, সন্ত্রাসীদের এরিয়ে
দেশের সেবায় কাজ করে
নিজের ঘুম নষ্ট করে।

সংসারেতে মন নেই
বউ বাচ্চার খেয়াল নেই
বাড়িতে গেলে ভাত নেই  
বউ এর জালায় শান্তি নেই।

সকালের খাবার দুপুরে খেয়ে
দিন রাত্রি পার করে
রির্পোট নিয়ে ব্যস্ত জীবন
থাকবে কী এমন আজীবন?

সন্ত্রাসী মুক্ত দেশ না হলে
ভুক্তে হবে এমন করে।
দেশের মানুষকে বাঁচাবে বলে
মাথার ঘাম পায়ে ফেলে
অপরিসীম লড়াই করে
দেশের শান্তি আনবে বলে।

কখন জানি কী হয় ?
এমন চিন্তা মাথায় নিয়ে '
আপন মানুষকে ভুলে গিয়ে
ব্যস্ত জীবন বেছে নেয়।

সরল মানুষের রাগ বেশি
মিথ্যাবাদীর মুখে হাসি
মানুষ চিনতে ভুল হলে
নিজের জিবন যাবে বিফলে।

দরি ছাড়া জিবন তাদের
নাওয়া খাওয়ার খবর নাই
প্রেমিকার সাথে কথা বলবে
এতেও তার মন নাই।

অন্যায় এর প্রতিবাদ করতে গিয়ে
সন্ত্রাসীদের হাতে মার খেয়ে
হাসপাতালে ভর্তি হয়ে
সাংবাদিকতা ভুলে না।

সুষ্ঠু নির্বাচন না হলে
সাংবাদিকতা যাবে বিফলে
পেশায় সাংবাদিক নেশায় কবি
কৌশলতা অবলম্বন করে।

মুখ চলেনা কলম চলে
দেশের সেবায় অস্ত্র হয়ে
দেশের মানুষ কাঁদবে তবে
সন্ত্রাসী মুক্ত দেশ না হলে।

এই যদি হয় দেশের পরিস্থিতি
মানুষ তবে কাঁদবে রীতিনীতি
সবাই আমরা একতাবদ্ধ হয়ে বলি ভাই
আমরা যেন সন্ত্রাসী মুক্ত দেশ পাই।