আমার মনের সকল ব্যথা
দাওগো তুমি ঘুচে,
তুমি আমার মহান প্রভূ
শান্তি তোমায় খুঁজে।
আমার দেহের ক্লান্তি যত
শক্তি সাহস মেলে,
তুমি আমার প্রশান্তি সুখ
রহমত দাও ঢেলে।
আমার সকল কঠিন কাজে
দাওগো প্রেরণা,
তুমি আমার মহান প্রভু
তোমায় ভূলবোনা।
স্রষ্টা তুমি দ্রষ্টা তুমি
তুমি আমার সব,
রাতে দিনে ডাকি তোমায়
তুমি আমার রব'।
সকল কাজে তোমায় আমি
যেন মনে করি
রহমান তুমি রহিম তুমি
তোমাতে যাই মরি।