দিন ফুরালো রাত যে হলো
চাঁদের যে কি আলো,
জোনাকিরা খেলছে খেলা
রাত  ফুরিয়ে গেল।

আবার দেখি নিঝুম রাতে
কোটি তারার মেলা,
দূর আকশে ভাসছে যেন
জোনাকিদের ভেলা ।

রাত্রি হলো আঁধার ঘরে
লাগছে অন্ধ কালো,
পূর্ণিমারি চাঁদ সে এসে
করল যে ঘর আলো।

পুকুর পারে ঝোপের ঝাড়ে
জোনাকিদের  বাস,
রাত্রি শেষে ভোর যে হলো,
নেই জোনাকির আস।