দূর নীলিমায় পাখা মেলেছে আকাশ
নিয়ত আটকা পরছে,আলোক পিন্ড;
জলের জমাট পিন্ডে।
যেন কিশোরী মুখ লুকাচ্ছে লজ্জায়
দেখে দেখে ছুয়ে থাকা কল্পনায়....


একে অন্যকে এড়িয়ে চলা;
প্রভাব বিস্তার
বর্নিল করা,ভোরকে দাও প্রতিপক্ষ
বেদনা,কস্ট,অশ্রু,দুঃখ,ভালবাসা;
অন্যের কাধে চাপানো
চাঁদের সাথে কিসের শত্রুতা মেঘের...?


আলো চায় নীলিমা,জল খোজেঁ তান্ডব,
লাল,নীল,হলুদ,বেগুনী অথবা ধুসর বিবর্ণ
কষ্টের সাথে বিস্বয়ের মাখামাখি
লড়াই চলে অবিরাম।

------------------------------------------------
কবিতা টি লেখা:১১/০৬/০৪ইং রাত ১০ টা
প্রকাশ:১৯/০৩/১৪