বল হে
বল নিঃস্ব আমার প্রাণ!
ফুঁসে ওঠে জ্বলন্ত আগুন,
জ্বলুক, পুড়ুক, ভস্ম হোক—
এই দুর্নীতির দু:খ!

আমি দ্রব্যের দামে পিষ্ট,
আমি বাজারের কান্না,
আমি মায়ের ফাঁকা হাঁড়ি,
আমি বাবার নিরব ত্রাণ!

আমি সেই কৃষকের রোদন,
যার ফসলও তার নয়,
আমি খেটে খাওয়া মানুষের ঘাম,
যে বাজারে পানির মূল্যে হয়!

আমি ভাঙা চৌকির কষ্ট,
আমি পথশিশুর হাহাকার,
আমি অভুক্ত জনতার চোখে,
আশার ভাঙা রেখার ধ্বংসস্তূপ একাকার!

আমি লুটেরা দাম বৃদ্ধির আগুন,
আমি মধ্যবিত্তের ক্রন্দন!
আমি বলি—
আমি আর সইবো না!
এই জুলুমের রক্তচক্ষু,
আমি আর দেখবো না!

আমি বিদ্রোহী ভোক্তা,
আমি দাম বৃদ্ধির কবর খুঁড়ি,
আমি রুখে দাঁড়াই,
আমি প্রতিবাদ করি!