খোদা আমারে মাইয়া বানাইলো।
আমি হইতে চাইছিলাম পোলা।
লুঙ্গি তুলে খালি গায়ে,
টঙ দোকানের বেঞ্চিতে বইসা
চায়ের কাপে ফুঁ দিতাম,
রাজনীতি, ফুটবল, সিনেমা নিয়া
গলা ফাটাইয়া তর্ক করতাম।

খোদা আমারে মাইয়া বানাইলো।
আমি হইতে চাইছিলাম
একটা বাউন্ডুলে পোলা,
সন্ধ্যা হইলে বন্ধুরা ডাইকা কইত,
"ওই, ক্যারাম খেলা হবে।

খোদা আমারে মাইয়া বানাইলো।
রাইত আমার জন্য হারাম কইরা দিল।

আমি হইতে চাইছিলাম
একটা সাধারন মানুষ,
যার হাসির মানে খুঁজতে হয় না,
যার কান্না লইয়া কেউ বলে না,
"বেশি ড্রামা দেখাইস না!"

খোদা আমারে মাইয়া বানাইলো।
আমার হাসিও, কান্নাও দোষ হইয়া গেল।

আমি হইতে চাইছিলাম
একটা মুক্ত পাখি,
যার ইচ্ছেগুলা ঘরের জানালায়
আটকায়া থাকে না।

খোদা আমারে মাইয়া বানাইলো।
আমার ইচ্ছেগুলা গলায় দড়ি দিয়া রইল।