হটাৎ করে এসে তুমি চলে গিয়েছিলে সেদিন
নিশিথ আঁধারে একা আমি কেঁদেছিলাম যেদিন।
তুমি চলে গিয়েছিলে সেদিন আসনি আর ধারে
ভগ্ন হৃদয় নিয়ে একা পড়ে আছি আমি এপারে।
আমি জানতাম তুমি আসবে আবার আমার পানে
ফুল হয়ে হয়তো বা বসন্তের কোকিলের আগমনে।
তুমি কোনো বড় সমস্যায় জর্জরিত ছিলে হয় তো
তোমার অন্য কাহিনী ছিলো আমি বুঝি না এতো।
তুমি না বলেই চলে গিয়েছিলে সেদিন বুঝিনি
আজ আমি বুঝেছি কেনো করলে এত কাহিনী।
আচমকা একদিন সামনে এসে দাঁড়ালে তুমি
এমন রূপে তোমায় দেখে হতবাক হলাম আমি।
তোমার পরনে জড়ানো ছিলো লাল বেনারসী
আমি মোটেও প্রস্তুত ছিলাম না হয়েছি অখুশি।
কেনো এমনটা করলে? কিভাবে পারলে বলো?
আমার অন্ধকার গৃহে জ্বালাও নি তো তুমি আলো।
আচ্ছা সত্যি কি তোমার অন্যত্রে বিয়ে হয়ে গেছে?
আমি জানি এটা মিথ্যে তাই তো এখনো আছি বেঁচে।
তুমি কি এখন হেসে দিয়ে বলবে আরে মজা করলাম
তোমাকে চমকানোর জন্য এতসব মিথ্যা বললাম।
না তুমি তো একেবারেই নিশ্চুপ তাহলে কি? না! না!
এটা মোটেও হতে পারে না তুমিহীন আমি বাঁচবো না।
কিভাবে পারলে তুমি এমন অভিনয় করতে বলো?
আমার আত্মাটা হয়তো বা বিদায় নিয়ে চলে গেলো।
তারিখঃ ০৪/০৬/২০২২ইং