—তোমার অঞ্জন কালো চোখে অশ্রু মানায় না প্রিয়া ঠোঁটের কোনে হাসি ফোটাও। তুমি হাসলে কাননেও ফুল ফোটে। প্রজাপতি ফুলে ফুলে নেচে বেড়ায়।
—তুমি হবে কানন আর আমি ভ্রমরী। জানো প্রিয় আমার কবিতার সমস্ত উৎস হচ্ছ তুমি। তোমার ভালোবাসা আমার কলমের কালির চেয়েও পবিত্র।
আচ্ছা প্রিয় তুমি কি চাঁদের আলো ভালোবাসো নাকি অন্ধকার?
—আমি অন্ধকার ভালোবাসি।
—কেন?
—কেননা এখানে কোনো বাহ্যিক রূপ-রস দেখা যায় না।
—এটা কি?
—গোলাপের কুঁড়ি
—কি হবে এটা দিয়ে?
—ছুঁয়ে দাও
—তারপর?
—তোমার স্পর্শে কুঁড়ি ফুটে যাবে।
—আচ্ছা প্রিয় মনে করো তুমি অর্ফিয়াস আর আমি ইউরিড়িস।
—তাহলে তোমাকে আমি সুরের বিস্তারে মুগ্ধ করবো
—অর্ফিয়াস তো ইউরিড়িসকে বাঁচিয়ে তুলতে পারেনি মায়াবি সুর দিয়েও।
—আমি পারিবো আমার অনন্ত ভালোবাসা দিয়ে।
—জানো প্রিয় আপ্রোদিতী হয়তো মুচকি হাসছে!
তারিখঃ ০২/০৫/২০২২ইং