ক্রমে ক্রমে গতি বাড়ে স্মৃতিময় বর্ষার
কপোল বেয়ে গড়ায় পানি কেবল আমার।
ধীরে ধীরে ঘনিয়ে আসে অন্ধকার জলধর পূর্ণ হয় জলের ছিটায়।
টিপ টিপ পড়ে পানি ঘরের চালায়।

একটানা শোনা যায় মেঘের ডাক
সর্ব দিগন্ত স্বাভাবিক কেবল আমিই অবাক।
বর্ষণ আর বর্ষণ নেই,,হয়ে গেছে নটরাজ।
চারদিকে হা-হুতাশ,শোনা যায় মেঘের আওয়াজ।

দম্ভোলি যেন বর্ষনেরই অবতার
নেত্রবারিতে বুক ভাসে কেবল আমার।
বাদলের নৃত্যে মিশে গেছে আমার নোনা জল
ঘুমন্ত ধরনী। এপাশ ওপাশ করছি আমিই কেবল।

অন্ধকারে ভেজা চোখে থাকি উৎকণ্ঠায়
আচম্বিতে অভ্রনীল ডাকবে আমায়।
বর্ষন তাহার সুর পাল্টে হয়ে গেছে অমিল
চারদিকে শোনা যায় অভ্রনীল অভ্রনীল।

তারিখঃ১১/৭/২০২২