সেই কবে ছোটবেলায় শান্তির
ঘুম দিয়েছিলাম,
তারপর হতে আজ পর্যন্ত
সে গভীর ঘুম দিতে পারি নি।
সেই কবে ছোটবেলায় চিন্তাভাবনা
ছাড়া ঘুরে-বেড়াতাম,
আজ এখন দর্শনীয় স্থান এ
ঘুরলেও সেই শান্তি আর পাইনা।
সেই কবে ছোটবেলায় শুধু
পড়াশোনা করতাম,
এখন শুধু টেনশন আর
টেনশন নিয়ে গবেষণা করা হয়।
সেই কবে ছোটবেলায় চিন্তাবিহীন
জীবন-যাপন করতাম,
আজ শুধু কাল কি হবে
এই নিয়ে ভাবতে হয়।
সেই কবে ছোটবেলায় জীবন
সুখের ছিল,
আজ হাজার সুখ থাকলেও
সেই সুখ আর নেই।
© Samiul Islam Shafin