অতীত আর নেই,
নেই সে অতীত,
আছে জমে কিছু স্মৃতি,
কিছু আবেগ, কিছু কথা
আর মুহূর্ত।
এখন শুধু আছে কবিতা,
উপন্যাস আর গল্প জীবনে,
এই নিয়ে কাটে সময়
মনে করে অতীতের কথা।
আজ নদীর পাশে বসে ভাবি
কি শান্তি! এই দু:খে,
কি শান্তি! হৃদয় ছুঁয়ে
যাচ্ছে এই দু:খ আজ।
কিছু নেই মনে, দেখছি আকাশ
মনে জাগছে শুধু শান্তি,
নিস্তব্ধ চারিদিকে শুধু
বিরাজ করছে চাপা দু:খ
এই আর কি!