আঘাত! আঘাতে মানুষের
হৃদয় - ভেঙে চুরে যায়,
দেখা যায় না; তবু
অনুভবে সর্বদা রয়।

কিছুই শান্তি লাগে না
শুধু হতাশা ঘিরে ধরে,
ভালো লাগে না, মনে হয়
মরে গিয়েছি কয়েক বছর আগে।

পৃথিবীতে থেকেও মনে হয়
নেই আর আমি,
পড়ে আছে কঙ্কাল
আর হৃৎপিণ্ড।

একদিন সব আঘাত শেষ হয় যাবে
এই ভাবি প্রতি মুহুর্তে,
কিন্তু আর হয় না, আর
আমি থাকি এসবের-ই প্রত্যাশায়।

© Samiul Islam Shafin