সময় এক নদী, বয়ে চলে ধীর,
ধীরে ধীরে পিছে ফেলে স্মৃতির নীর।
আনন্দের রং, বেদনার সুর,
মনের কোণে বাজে সেই পুরোনো ঝংকার।
নদীর ঢেউয়ে বয়ে চলে দিন,
সুখের হাসি আর অশ্রুর ঋণ।
যদিও দূরে সরে যায় স্রোতের ঢেউ,
কানে বাজে তার অনুরণন, স্মৃতির সেই সুর
স্মৃতির ছায়ায় হাঁটে মন, একা,
অতীতের গল্প আজও বয়ে বাকা।
তবু নদী বয়ে চলে সামনে, অস্থির,
সময়ের সাথে সবকিছুই ক্ষণস্থায়ী, স্থির।
তাই তো চলতে হবে সময়ের টানে,
স্মৃতির ছায়া পেছনে রেখে প্রাণে।