শাড়িতে তোমায় লাগছে বেশ,
চোখে যেন রঙের রেশ।
হলুদে মাখানো সকালবেলা,
তুমি এলে বসে রোদের মেলা।
আঁচল ভেসে বাতাস জুড়ে,
চুলে খেলা নীল-সাদা উড়ে।
কানে দুল, হাতে চুড়ি,
তোমায় দেখে মনটা ভীষণ জুড়ি।
লাল শাড়িতে আগুনছোঁয়া,
নীল শাড়িতে আকাশ বুয়া।
হলুদে তুমি বসন্তের সুর,
সাদা শাড়িতে চাঁদের নূর।
তোমায় দেখে থমকে থাকে,
দৃষ্টির আকাশ, হৃদয়ের বাঁকে!