নিস্তব্ধ রাত্রির আঁধারে  
জোনাকির আলো মিটমিট করে,  
একাকী পথিক দাঁড়িয়ে থাকে  
অজানা গন্তব্যের দিশা ধরে।  
  
নির্জন পথে ছায়ারা মিলে যায়,  
বাতাসে কাঁপে তপ্ত নিশ্বাস,  
একদিন সব শব্দ থেমে যাবে,  
রবে জীবন শব্দে লেখা শেষ উপন্যাস!
  
সময় চলে চিরন্তন ধারায়—  
ধ্রুব তারা ম্লান হয় দিনের আলোয়,
শূন্য হাতে হারাই জীবন বাঁকে
অমলিন স্মৃতির পাতায় গল্পের ফাঁকে।  
  
বহুদূরের সেই কুহেলিকায়,  
লুকিয়ে থাকে অস্তিত্বের আভাস,  
একদিন সব মিলিয়ে যাবে,  
রয়ে যাবে কেবল নিস্তব্ধতার দাগ।