অনেকটা সময় পেরিয়ে গেল,
কলম ধরি না, কাগজ ছুঁই না।
শব্দেরা যেন বিষাদ হয়ে বসে থাকে,
তুমিই ছিলে আমার কবিতার উৎস,
তোমার ছায়াতেই তো রঙ মেখেছিলাম।
তুমি চলে গেলে শব্দেরা ক্লান্ত হলো,
ছন্দ গুলো পথ হারালো অজানায়।
যে অনুভবেরা কবিতার ভাঁজে লুকিয়ে ছিল,
তারা আজ নিঃস্ব, শূন্যতার আয়নায়।
এখনো মাঝে মাঝে বসি,
তোমার স্পর্শ খুঁজি শব্দের কোণে।
কিন্তু তারা আর সাড়া দেয় না,
তোমার মতোই নির্বাক, দূরের আলোর মতো।
যদি ফিরে আসো কোনো এক বিকেলে,
শব্দেরা আবার হয়তো গান ধরবে।
কবিতা জন্ম নেবে নতুন করে,
তোমার উপস্থিতির উষ্ণতায়!