আমি জেগে ছিলাম, তোকে জাগিয়ে দিব বলে।
আমি জেগে ছিলাম
যখন ঘোটা একটা শহর ঘুমের রাজ্যে,
আমার নিঃশব্দ প্রহর
কেটেছিল শুধুই তোর জন্যে।
একটা শব্দহীন আহবান, একটা আশায় ভরা ডাক
তোর ঘুমন্ত মনকে ছুঁয়ে দিতে চেয়েছিলাম,
চেয়েছিলাম তোর নিস্তব্ধ চোখে রোদের কণার মতো একটু আলোর আভাস দিতে।
কিন্তু তুই ছিলি নীরব, সাড়া দিলি না তুই।
তোর সেই নীরবতা যেন আমার সমস্ত আশা
এক নিমেষেই ধূলিসাৎ করে দিল।
আমি জেগে রইলাম, তবুও তোরই অপেক্ষায়,
রাত পেরিয়ে গেল, তবুও একটা উত্তর এল না।
ঘুমহীন রাতের প্রতিটি মুহূর্ত যেন
আমার একাকী হৃদয়ের কথা শোনাচ্ছিল।
আকাশের পানে চেয়ে, আমি খুঁজছিলাম সেই একলা তারা,
যে তারার আলোতে আমি সব হারানোর পরও
একটু সান্ত্বনা খুঁজে নিতে পারি।
সে রাতের আকাশ ছিল নীরব, তবুও ভরে উঠেছিল
অজস্র স্মৃতির রঙে, আমার হৃদয় যেন
এক নিঃসঙ্গ কবিতা হয়ে উঠছিল।
রাতের সেই গভীর নীরবতায়,
আমার মনের সকল প্রশ্নেরা
আকাশের তারাদের কাছে মুখ খুলেছিল।
তাদের মৃদু আলো যেন বলে যাচ্ছিল—
"তুই একা নস, তোর এই নির্ঘুম রাতের গল্প
আমরাও শুনতে পাচ্ছি।"
তবুও তুই ফিরলি না, তোর নিরবতা
আমার সমস্ত প্রতীক্ষাকে ছুঁড়ে ফেলে দিল অন্ধকারে।
কিন্তু আমার রাত ফুরোল,
আর আমি খালি হাতে ফিরলাম না।
ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের সেই হিমেল বাতাস
আমার থমকে যাওয়া প্রাণে
একটুখানি নতুন করে বাঁচার ইঙ্গিত দিল।
সেই বাতাসে ছিল এক চিলতে স্বপ্ন,
যেন এক নবজাগরণের প্রতিশ্রুতি।
আমার চোখ বেয়ে আসা সমস্ত কান্নাকে
সেই সকালের আলোর মতো নিঃশব্দে মুছে নিল।
তুই ছিলি না পাশে, তবুও আমি জেগেছিলাম।
রাতের সমস্ত একাকীত্বকে আমি বুকে আগলে রেখেছিলাম,
কারণ আমি জানি, তোর জন্য জাগার
এই অনুভূতিটুকুই আমাকে জীবিত রাখে।
সকালের সেই নির্মল বাতাসে আমি খুঁজে পাই
তোর না আসার গল্প, তোর নীরবতার সান্ত্বনা।
আমি জেগে ছিলাম তোকে জাগিয়ে দেবার জন্যে,
কিন্তু সেই রাত আমায় শিখিয়ে গেল
নীরবতারও একটা নিজস্ব ভাষা আছে,
যেখানে অপেক্ষারও একটা গোপন সুর বাজে।