মা, তুমি এক অদ্ভুত কাব্য
জীবনে সব খেলার উপমা
তুমি বিশ্বমাতা, সৃষ্টির প্রাণ, নীল আকাশের সূর্য
তোমার আলোর ঝরে স্নিগ্ধ হাসি
-মমতায় ঠাই পায় বিশ্ববাসী।
তোমার নাম চির আদর্শ
তোমার প্রেম সৃষ্টির শিল্পদক্ষ।
তুমি সৃষ্টিতে পূর্ণতা পায় পৃথিবী
তোমার বুকে লালিত স্বপ্ন  ছিড়ে উঠে আকাশ,
তুমি আদর্শ অগ্নিশ্বরী মম
তোমার চরণে আমার প্রেমের প্রকাশ।।
মা, তুমি শক্তির আধার
দুঃখের সমুদ্রে তুমি বাধাঁ জল।
তোমার আঁচলে আমি আলো
আমার হৃদয়ে বাজে তোমার সুর,
আমার মৃত্যু হোক তোমার স্বর্গ-রথ
তুমি আমার প্রণয়, মুক্তির পথ।।