শহরের ভিড়ে আমি হারাই  
চেনা মুখের মাঝে আমার নীরবতা  
আলো ঝলমলে এই রাস্তাগুলোতে  
মনে হয়, আমি যেন নেই কোথাও।

ভিড়ের মধ্যে থাকি তবু একা  
সবাই চলে, কেউ তাকায় না পিছে  
কত যে কথা জমে আছে মনে  
বলার কেউ নেই, শোনার নেই কারো।

আকাশে চাঁদ, রাস্তায় আলো  
তবু মনে জ্বলে না কোনো প্রদীপ  
এই কোলাহলে আমি মিশে যাই  
নিজের মাঝে নিজের খোঁজ হারাই।

দিন শেষে বাড়ি ফিরি একা  
আলোর ঝলকানি, তবু অন্ধকার মাখা  
রাত্রির নিস্তব্ধতা কাছে আসে  
তবু শান্তি মেলে না, কেউ ডাক দেয় না।

জীবনের মানে খুঁজি প্রতিদিন  
এই ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলি  
সবাই নিজ পথে, সবাই নিজ ধ্যানে  
আমার কথা কে শোনে, কার কাছে যাই বলি?

যতই থাকি ভিড়ে, আমি একাই থাকি  
আমার সুখ, দুঃখ আমি একাই দেখি  
একা পথিক এই শহরের ভিড়ে  
আলোর মাঝে হারাই, আবার অন্ধকার খুঁজি।