ক্ষনিকের জীবনে গড়ি পাহাড়সম স্বপ্ন
সুখের পিছনে ছুটে চলি
বিষাদের ছায়ায় আপনাকে করে জলাঞ্জলি,
জীবনের ছন্দ ভেঙ্গে পড়েছি অলিক বর্ম
মিছে মায়ায় বিভোর হয়ে হারাই নিজ ধর্ম!
যে পথে হাঁটি, জানি না তার শেষ,
তবু থামতে চাই না, কিসের এত আবেশ?
মেলে দু'হাত ধরে আকাশটা চাই
ছুঁতে পারি না তবু তাতে ভয় নাই!
ভুলে যাই নিজের গতি, নিজের সীমারেখা,
তবু ছুটে চলি, এ যে অনন্তের দেখা!
মাটিতে যে শেকড়, সেও যে কাঁপে সময়ের স্রোতে,
যা পেয়েছি সবই ফুরাবে একদিন ক্ষুদ্র প্রান্তের পথে।
তবু এই মায়ার খেলায় বেঁধে থাকি নিঃশ্বাস,
যেন এই জীবনের বাঁধনে বাঁধা শেষ আশ্বাস।
তুমি কি জানো,তোমার কিসে এত ক্ষয়?
যা কিছু রেখে যাবে, তা কি তোমার নয়?
থেকে যাবে জ্বলন্ত ছাঁই, উড়ে যাবে আকাশে
পঁচে যাবে দেহখানি, এত দম্ভ কিসে?
জীবন সন্ধিক্ষণে দেখ একটুখানি ভেবে
মানবতার তরে তবে খুঁজে পাবে আপনাকে!