তোমার ইচ্ছায় বদলাতে চেয়েছি বারবার,
কিন্তু আমার নিজস্ব ছন্দ হারিয়ে গেছে কোথাও।
আজ আমি আহত পাখির মতো, উড়ান থামিয়ে দিয়েছি,
আকাশের দিকে আর তাকাই না, স্বপ্নের ডানায় ধুলোর ছাপ।
আমার ছোট্ট কাব্যিক কথা, যা তোমায় আনন্দ দিত,
তোমার অনুপ্রেরণায় লেখা সেই সব ছন্দ,
এখন সময়ের ব্যবধানে নিছক পাগলামি মনে হয়,
মনে হয়, কত সহজেই ভুলে গেছি সেই মধুর দিনগুলি।
যেদিন তুমি আমার শেষ আশা ফিরিয়ে দেবে,
সেদিন তোমায় নিয়ে উপন্যাস লিখতে বসবো,
মনের গহীনে জমিয়ে রাখা হাজারো শৈল্পিক কথায়,
প্রতিটি শব্দে ফুটিয়ে তুলবো আমাদের স্মৃতির জগৎ।
হেমন্তের গোধুলি লগ্নে, আকাশের নীল আবায়,
কল্পনায় তোমার প্রতিবিম্ব আঁকতে বসবো,
প্রতিটি রেখায়, প্রতিটি রঙে,
প্রকাশ পাবে তোমার আমার ভালোবাসার গল্প।
তোমার স্মৃতিতে হারিয়ে যাবো,
প্রতিটি পৃষ্ঠা যেন এক নতুন অধ্যায়,
তোমার প্রতিটি স্পর্শ, প্রতিটি হাসি,
আমার কলমের অক্ষরে জীবন্ত হয়ে উঠবে।
যতদিন না তুমি ফিরে আসো,
ততদিন এই হৃদয় দোলা দিবে অবিরত,
তোমার অপেক্ষায়, তোমার ভালোবাসায়,
আমার এই নিঃসঙ্গ জীবন তোমার প্রতীক্ষায় সেজে থাকবে।