সবুজ মাঠে ছিলো সোনালি ধান,
গাঁয়ে ছিলো সোঁদা মাটির ঘ্রাণ,
চোখে ছিলো স্বপ্ন, ছিলো শান্তি মনে,
আজ সেসব দিন শুধুই ভাসে স্মৃতির বানে।
গাঁয়ে ছিলো উৎসব, ছিলো সবার সুখ,
মাঠ ভরা শস্য, হৃদয়ে ছিলো না দুখ,
ছোট ছোট বাঁশের কুটিরে জ্বলতো আলো,
হাসি-খুশির মুখগুলো এখন যেন কালো।
বড় বড় গাছ ছিলো, ছায়া ছিলো ঢের,
একসঙ্গে বসতো সবাই, হতো গল্পের ফের,
দুপুরের খাবার ভাগ করতো তারা,
আজ সব সুর যেন বেজে ওঠে সারা।
হারালো কোথায় সেসব দিনের রেশ?
ফিরবে কি আর কখনো সেই সময়ের দেশ?
স্মৃতির আঁধারে দাঁড়িয়ে আমি বলি,
ফিরে আসুক সোনালী দিন,
সেই মাটির কোঠা, খোলা বাড়ি।