গাঁয়ের বুকে বয়ে চলে,
নদী তোর টান,
জলেতে ভাসে স্মৃতি মাখা
গাঁয়ের গান।
তোর জলে স্নান করে,
দিন কাটে স্বপ্নে,
কূলের পাশে বসে বুড়ি
দুঃখে কাঁদে দু নয়নে।
এ যেন নদী তুই সাক্ষী-
তোর স্রোতে মিশে যায়
জীবনের রঙ,
প্রেমের কাহিনী, বিচ্ছেদের সুর,
নদী তোর মিষ্টি ঢং।
কিশোরের খেলা, তরুণের বেলা,
তোর বুকে ভাসে,
গাঁয়ের জীবনের ছন্দপতন
তোর জলে হাসে!
শস্যের স্বপ্নে মাঠে তোর ঢেউ,
গাঁয়ের গর্ব তোর নাম,
নদী তোর স্রোতে বাজে
বাংলার প্রাণের গান।
হৃদয়ের সুরে গাঁয়ের প্রাণে,
তোর সাথে জীবন গাঁথা,
নদী তুই গাঁয়ের স্বপ্ন,
তোর সাথেই সব ভালোবাসা।