এই জোছনা রাতে চেয়ে দেখি আকাশ পানে,
তুৃৃমি যেন তারা হয়ে নেমেছো শত অভিমানে।
আমি হাজার তারায় খুঁজে ফিরি তোমায় প্রতি ক্ষনে
যদি তুমি একবার ফিরে তাকাও আমার পানে।
চোখ পড়ে বারে বারে,
অশান্ত মনে খুঁজি কারে আকাশের তরে
জোছনার মাঝে স্বপ্ন বুনে,
তোমার কথা ভাবি তারা গুনে গুনে।
এ ভাবনা চলছে জীবন থেকে জীবনে।
চেয়ে দেখি নিস্তব্ধ রাতের আকাশে
তোমার স্মৃতিরা ভাসে যেন বাতাসে।
তারার মেলায় দেখি তোমার ছায়া,
চাঁদের হাসিতে খুঁজি তোমায়-
নির্বাক চোখে ধরা দেয় স্বপ্নের দোলা,
তোমায় নিয়ে বুনছি এক অপূর্ণ বেলা।