ইচ্ছে করে তন্দ্রাচ্ছন্ন আকাশটা ছুঁয়ে দেখি,
যে আকাশে তারা জ্বলে মিঠে মিঠে,
যে আকাশে রাত জাগে হাজারো নক্ষত্রাবলী।
তাকিয়ে দেখি ঐ দূর আকাশ পানে,
সে জানে মুক্ত পাখির জীবনের মানে।
প্রভাতের অন্তরীক্ষে, নীল শাড়িতে আবৃত অস্তমিত সূর্যে,
খুঁজে পাই তোমায় প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে।
প্রতিটি নিশিতে, প্রতিটি স্বপ্নে—
সাজাই তোমাকে।
অনুভব করি স্নিগ্ধ সেই মায়াবী দৃষ্টি কোনো এক গোধূলি লগ্নে।
ইচ্ছে করে পাখি হয়ে মুক্ত আকাশে
উড়ে বেড়াই সবখানে।
আমার ইচ্ছের মেঘ
ভেসে বেড়ায় বড়ই অবহেলায়,
শিশির ফোঁটায় ঝরে পড়ে বেলা-অবেলায়।
ইচ্ছেরা তো বড় নয়,
বড় হওয়া কি সব ইচ্ছে পূরণ?
মনের মতো কল্পনায়,
হারিয়ে যেতে নেই বারণ!