নিশি যখন ঝিমিয়ে পড়ে,  
আকাশের তারা গায় নিঃশব্দ গান,  
আমি তখন জেগে থাকি,  
তোমার অপেক্ষায়, ক্লান্ত চোখে।  

হিমের কুয়াশা ছুঁয়ে যায় ঘাসের শিরা,  
পায়ের তলায় মাটি ঠাণ্ডা,  
তবু আমি দাঁড়িয়ে থাকি—  
তোমার স্মৃতির কাছে বাঁধা।

প্রভাতের আলো ধীরে আসে,  
তুমি নেই তবু আসবে ভাবি,  
এই প্রহরের একাকী বুকে  
শুধু তোমারই অভাবখানি।  

বাতাসে তবু রয়ে যায় সুর,  
তোমার স্পর্শ যেন কিছুটা নীল,  
যখন তুমি ছিলে পাশে আমার,  
আজও হৃদয়ে তেমনি রয়ে আছো।