মন সদা উদাসে,
আমি জীবনের তরী বাই।
এক অদ্ভুত অনুভূতি,
হাতে বুঝি সময় নাই।
আমি কে জানি না,
মিছা পৃথিবী করে প্রহসন।
পরিচয়ে শুধু মানুষ,
আর আছে ব্যক্তিত্ব ধন।
জ্ঞাত অজ্ঞাত মনে,
জীবনে আমি কোন ঠাসা।
শুধু ভালো আছি,
মুখে বলি বাক্য ভাষা।
করি আমি অভিনয়,
জন সম্মুখে ভালো থাকার।
অবশেষে খুঁজে পাই,
আমি এক অদৃশ্য নিরাকার।
অভিনয়ে ক্লান্ত আমি,
এবার আমি ছুটি চাই।
এক অদ্ভুত অনুভূতি,
হাতে বুঝি সময় নাই।
-----)<>(-----
//রচনা : ২২ নভেম্বর ২০২৩, কোলকাতা //