বন্ধু    তুমি    কি    সমাজের   অঙ্গ  নও ?
তোমার ও কিছু হক থেকে যায় সমাজের প্রতি।
কে বলে তুমি দারিদ্রে মাখা ক্ষমতা হীন জ্যোতি?
কে বলে  তুমি  অচ্ছুত   কুৎসিত    কদাকার?
কে বলে   তুমি  অশিক্ষিত  নির্বোধ নিরাকার?
কে বলে তুমি এক বোঝা,সমাজের ভগ্ন কর্ম?
কে বলে তুমি অকাজের,নেই কোনো তোমার ধর্ম?
এ ভাবনা শ্রবণ এ বাক্য, আরো যা আছে মন্ত্রণা
এ সব তোমাকে দেওয়া,এক উঁচু তলার কৃত্রিম যন্ত্রণা।

বন্ধু ভুলে যেও না তুমিও যে সমাজের অঙ্গ।
তোমার বক্ষ উপরে রেখে হাত,শুনতে পাবে সেই একই শব্দ
জারা দেয় বৃথা ভর্ৎসনা তোমাকে  করতে জব্দ।
বন্ধু আছে তোমার ক্ষমতা, বারুদ হয়ে ফেটে পড়বার
ভাবনা হীন রণ সৃষ্টি করবার দুঃসাহস দুর্বার।
আছে তোমার ক্ষমতা  ধরতে কলম লিখতে ইতিহাস
পার তুমি গড়তে মুক্ত পৃথিবী ছড়াতে সুবাস।
বন্ধু তবে কেন কর ভয়, যারা করে তোমার অবহেলা
হয়েছে অনেক আর নয়, শুরু হোক ঘুরে দাঁড়াবার পালা।
    
      ---------+-++<>++-+----------



//রচনাঃ ১০ এপ্রিল ২০১৭//