ব্যস্ত জগৎ ব্যস্ত মানুষ
ভুলেছে স্বপ্ন দেখা।
নানান স্বপ্ন জড় করে
ফেরি করি একা।

মজার স্বপ্ন হাসির স্বপ্ন
সুখের  স্বপ্ন আছে।
কিনতে যদি চাও তবে
এসো আমার কাছে।

ব্যস্ত সবাই দিনরাত
হয়েছে ঘুম হারা।
কাজের চাপ ঘুমের ঘোর
স্বপ্ন দেয় না ধরা।

ব্যস্ত বেচে কিনে নাও
আমার স্বপ্ন ভরা ঝুলি।
স্বপ্ন দেখো রাত-বিরেতে
ব্যস্ত ছাড়া মন খুলি।