এ সুন্দর প্রভাতে
      রবি'র প্রাত আগমনে
            জগৎ হল আলোময়।
পুব-দিক রাঙা হয়ে
     পক্ষীরা ডানা মেলে
             সুমিষ্ট পবন বয়।।

দিক হতে দিগন্তে
     নব পবিত্র প্রভাতে
             নব সাজে এ'বিশ্ব।
বহুদূর আলো-ময়
      আঁধারকে পিছু ফেলে
           রচনায় নুতন দৃশ্য।।

প্রজাপতি উড়ে যায়
     ফুলেতে মধু খায়
          ব্যস্তময় তার ডানা।
দূরে নদী প্রান্তে
      মাঝি ভাসে ছন্দে
           চলেছে পথ অজানা।।

ঘুম ভেঙে খুকু
     জানালায় দেয় হামা
           রবি'র দিকে চায়
প্রভাতের কোমল আলো।
       খুকু মন উচ্ছ্বসিত
              গুনগুন গান গায়।।
        



//রচনাঃ- ১০ এপ্রিল ২০১৭
পুনঃ রুপঃ-২৪ নভেম্বর ২০২৩//