প্রকৃতির প্রেমে পড়েছো কখনো?
যেখানে শান্তি আছে,
আছে চোখ জুড়ানো সৌন্দর্যের আস্বাদন।
তিক্ততা নেই, ব্যথা নেই, ভর্ৎসনা নেই,
নেই কোনো মিথ্যা প্রতিশ্রুতি।
আছে শুধু ভালোলাগা আর ভালোলাগা।
খোলা মনের আকাশ আছে,
ভালো লাগার মেঘ আছে,
মায়াবী পূর্ণিমার চাঁদ আছে।
স্বপ্নে মাখা রাতের তারা আছে।
বৃহৎ মনের সমুদ্র আছে।
ব্যথা ভোলানোর নদী আছে।
কোমল ঝর্নার স্পর্শ আছে।
সাহস জোগানোর পাহাড় আছে।
পাসে দাঁড়ানোর পর্বত আছে।
জড়িয়ে ধরার আলতো বাতাস আছে।
মন শান্ত করার শিশির আছে।
চোখ জুড়ানো সূর্যদয় আছে।
নিষ্পলক সূর্যাস্ত আছে।
জীবন রঙীন করা রামধনু আছে।
ভালোবাসার জন্য আর কি চাই?
তোমাকে দেবে না কখনও ধোকা।
নিরাশ হবার কোনো অবসর নেই।
কতোটা ভালোবাসো প্রমাণ দিতে হবে না।
তোমাকে ভালোবাসবে, তোমার মোন ভালো রাখবে।
বেঁচে থাকার রসদ যোগাবে।
সেই প্রকৃতিকে ভালোবেসেছো কখনও?