মধ্য মানসিকতায় বিরাজ আমরা পৃথিবী জুড়ে,
গাইছি সাম্যের গান উচ্চ সুরে ।
আমিত্ব  রয়েছে মোদের গোটা রক্তে,
আল্লাহ,দেবতা পুজিছি সদাই তীব্র ভক্তে ।
ভদ্র সভ্য রুপ নিয়ে অহংকার সদা,
টিকিবেনা এ জীবন অদূরে পড়বে বাঁধা।
তুমি আমি ,আমি তুমি, ধনী গরিব সমান,
এই নিয়ে তো পৃথিবী তবে কেন দুর্নাম।  
তোমাকে দিয়েছে ঈশ্বর আঁচল ভরি,
ভুলে যেও না বন্ধু একূল ভাঙা  অকূল গড়ি।
নদীর একূল গড়া, অহংকার সে বৃথা,
ওকূল ভেঙেছে বলেই এ পরিণাম এথা ।
ভাবছো তুমি, তুমি বড়, তুমি ধনবান,
ভুলনা অপরের কূল ভাঙা তোমার এ নির্মাণ।
এসেছো তুমি একাকী ধনভান্ড হীন,
যাবে ফিরে একা অন্তিম মৃত্যু দিন।
তোমার ধন রবে পড়ে এ বিশ্বে ভব,
বিলীন হবে সবার মাঝে এ বিশ্বে তব।
তবে কেন এ নির্লজ্জ এ অহংকার,
কেন করো গরীবের প্রতি এমন হুংকার ।
তুমি যেই হও, যাই হও, ধনী কিবা গরিব,
মৃত্যু করেনি করবে না কখনো  জরিপ।
ধনী গরিব সবার এক হবে মান,
মৃত্যু শেষে সেই পরিচিত শ্মশান ও গোরস্থান।    
        
        ------+<>+------


                        
//রচনা:১৫ সেপ্টেম্বর ২০১৬
  পুনঃ রুপ: ২৮ নভেম্বর ২০২৩//