মন চায় সপ্তসিন্ধু পারে হবো এক প্রজাপতি,
  রবে সেখানে হাজার পুষ্প রবে সেখানে পুষ্পপতি।
   লাল, নীল সাদায় সে দেশ হবে আলোকিত,
     অলৌকিক গন্ধে হবে সে দেশ সুবাসিত।
       বিচরণ করিব সেথা পুষ্প থেকে পুষ্প পর,
         পুষ্পপতি দেবে আমায় অমরত্ব এক বর।
            সুবাসিত বাতাসে মেলিব মোর ডানা,
               রবে না সেথা কেউ, করিবে না কেহ মানা।
                 পুষ্পে পুষ্পে মধু সুধা করিব আহরণ,
                    বিস্তীর্ণ পুষ্পোদ্যানে করিব সদা বিচরণ।
                      পুষ্প পতি আমার তরে করিবে আহ্বান,
                        পুষ্প রথে চড়ি যাব সঙ্গে লব মধু ঘ্রান।
                         পুষ্পপতি পুষ্পরাণী করিবে আমায় সম্ভাষণ,
                           রঙিন ডানা মেলিয়া তাদের করিব মুগ্ধ তখন ।





//রচনা: ২১ ফেব্রুয়ারি ২০১৭//